বিলধর্মপুর কেন্দ্রীয় জামে মসজিদ টি ১৯৫৩ সালে নির্মিত হয় সেখানে ভরতের মুর্শিদাবাদ জেলার উক্ত গ্রামে বিনিময় সুত্রে বিলধর্মপুর গ্রামে এস তারা রিফিউজি নামে বসবাস করেন। তারা এসে প্রধম এই মসজিদটি নির্মান করেন। গত ২০১০ সালে সেই মসজিদটি উক্ত গ্রামের মানুষের প্রচেষ্টায় চেয়ারম্যান এর প্রচেষ্টায় এবং সরকারী অনুদান সহ বিভিন্ন সহযোগিতায় মসজিদ টি পুন নির্মান হয় । এই গ্রামে প্রায় ২২শত মানুষের বসবাস তারা সবাই একই সাথে নামাজ আদায় করেন। এই মসজিদটি সনধর্য্য অনেক সুন্দর । উক্ত মসজিদের সভাপতি মোঃ আফিকুল ইসলাম সম্পাদক মোঃ আঃ মান্নান এবং ঈমাম মোঃ আঃ হাকিমএই মসজিদে সকালে ছোট ছোট ছেলেমেয়েরা পবিত্র কোরআন শিক্ষা গ্রহন করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS